Cybersecurity in Financial Sector of Bangladesh: Securing the Digital Future" শীর্ষক সেমিনার আয়োজন
দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার নিরাপত্তা শক্তিশালীকরণ এবং তদপ্রেক্ষিত করণীয় বিষয়ে আলোকপাত করার লক্ষ্যে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কর্তৃক আগামী ১৯ আগস্ট ২০২৫ তারিখ বেলা ৪.০০ ঘটিকা হতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকার বলরুম I ও II(A) এ “Cybersecurity in Financial Sector of Bangladesh: Securing the Digital Future”- শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ড. আনিসুজ্জামান চৌধুরী, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ মন্ত্রণালয় মহোদয় এবং বিশেষ অতিথি জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মহোদয় এবং ড. আহসান এইচ মনসুর, গভর্নর, বাংলাদেশ ব্যাংক উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
❤ 3 · 💬 2
Want to like or comment? Sign in or create an account.